ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মধ্য ইতালি পুননির্মান করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

ইতালিতে ৩৬ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর, দেশটির প্রধানমন্ত্রী Matteo Renzi  মধ্য ইতালির অংশগুলো পুনর্নির্মাণ করার অঙ্গীকার করেন।

তিনি বলেন, “আমরা সব ঘর, গীর্জা  ও দোকান পুনর্নির্মাণ করবো। আমরা এমন একটি সুন্দর অঞ্চলের বিষয়ে কথা বলছি, যা আমাদের প্রথাগত পরিচয়ের মৌলিক ভিত্তি।”

এদিকে, সোমবার নরসিয়ার শহর কেন্দ্রে ভূমিকম্পের দরুন যে ক্ষয় ক্ষতি হয়, ইটালীর কর্তৃপক্ষ তা মূল্যায়ন করা অব্যাহত রেখেছে। এর একদিন আগে শহরটি ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1