নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশানের নব নির্বাচিত মেয়র ডা সেলিনা হায়াত আইভি বলেছেন যে এই বিজয় তাঁর নয় , এই বিজয় জনগণের বিজয়। এটাকে তিনি ভুমিদস্যু ও চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণের রায় বলে অভিহিত করেছেন। বিপুল ভোটে বিজয়ী সেলিনা হায়ত আইভি বলেন যে প্রতিদ্বন্দী অপর দুই প্রার্থি শামিম ওসমান ও তৈমুর আলম খন্দকারকে নিয়েই কাজ করবেন। তিনি আরও [...]