লেবানিজ সংসদ নতুন প্রেসিডেন্ট নির্বাচন করেছে

লেবাননের সংসদ, সাবেক সেনা বাহিনী কম্যান্ডার মিশেল আউনকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। এর ফলে ওই দেশে দু বছরের রাজনৈতিক অচল অবস্থা আর ক্ষমতার অনুপস্থিতির অবসান ঘটলো।

আউন এর বয়স ৮১ এবং  তিনি লেবাননের ত্রয়োদশ প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন। তিনি রাজনৈতিক এবং অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দেন। লেবননে  গভীর ভাবে বিভাজিত রাজনৈতিক দলগুলোর প্রতি আউন, প্রকৃত শরিকানার আহ্বান জানায়।

হেজবোল্লার ঘনিষ্ট মিত্র আউন, ১২৭ টি ভোটের মধ্যে ৮৩টি ভোট পান।

আউন সুন্নি নেতা সাদ আল হারিরিকে… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1