তিউনিসিয়া ও ইয়েমেনের মতো ধাঁচেই গন আন্দোলনের সঞ্চার ঘটেছে মিশরে

মিশরের চলমান পরিস্থিতি ও তার প্রভাব, এই বিষয়টি নিয়ে রবিবারের সাক্ষাত্কার পর্বে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের স্প্রীংফিল্ডে অবস্থিত ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ডঃ বাকের আহমেদ সিদ্দিকী।

প্রফেসার সিদ্দিকী মনে করেন আফ্রিকার উত্তরাঞ্চল ও ভূমধ্য সাগরবর্তী অঞ্চলের একাধিক দেশ যেমন তিউনিসিয়া ও ইয়েমেনের মতো ধাঁচেই গন আন্দোলনের সঞ্চার ঘটেছে মিশরে। তিনি বলেন মিশর ধর্মপ্রাণ দেশ হিসেবে পরিচিত হলেও সেখানকার আধুনিক মনস্ক মানুষজন ধর্র্মভিত্তিক কোনো গোষ্ঠীর প্ররোচনায় তাড়িত হয়ে এ আন্দোলন করছেন, তিনি সেটা মনে করেন না।

ডঃ সিদ্দিকী বলেন ৩০ বছর ক্ষমতায় অধিষ্ঠিত প্রেসিডেণ্ট মুবারককে উদ্দেশ করে এবং আন্দোলনকারিদের লক্ষ্য করেও যুক্তরাষ্ট্রের তরফে সহিংস কোনো তত্পরতা পরিহার করে সংযমের পরিচয় দেবার যে পরামর্শ দেওয়া হয়েছে, সেটা সূষম প্রজ্ঞার পরিচায়ক বলেই তিনি মনে করেন। তিনি বলেন যুক্তরাষ্ট্র এ পরিস্থিতি পর্যবেক্ষন করছে এবং প্রয়োজনমতো হয়তো নীতি অবস্থানের সংস্কার হতেও পারে ।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1