ট্রাম্প এবং কিমের আলোচনার সম্ভাবনা নেই: উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া জানিয়েছে, ওয়াশিংটনের যাবতীয় দাবী এবং কিম জন ঊনের খুব শিগ্রী ওয়াশিংটনের সংগে আবারও আলোচনার সম্ভাবনা আছে বলে এমন যে একটি বিবৃতি কিম দেবেন—সেই অভিপ্রায় পিয়ংইয়াংএর নেই। একটি রিপোর্টের ইংগিত দেওয়া হয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম হয়তবা এক বছরের উপরে পরীক্ষা মূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বন্ধ রাখতে পারেন।

এসোসিয়েটেড প্রেসের রিপোর্টে আরও বলা হয়েছে, শুক্রবার ভাইস ফরেন মিনিস্টার বা সহ পররাষ্টমন্ত্রী ছো সন হুয়ি পিয়ংইয়াং-এ সাংবাদিক এবং কূটনীতিকদের এবিষয়ে অবহিত করেন। তিনি বলেন, হ্যানয়ে কিম… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1