ভারতে প্রথম আন্তর্জাতিক মানের নদী-বন্দরের উদ্বোধন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীতে গঙ্গার উপর ভারতের প্রথম আন্তর্জাতিক মানের নদী-বন্দরের উদ্বোধন করলেন কলকাতা থেকে আসা প্রথম মালবাহী জলযানের মাধ্যমে। উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্পদ বৃদ্ধির জন্য প্রতিটি নদীপথকে কাজে লাগাতে হবে।

এটাই প্রথম, তবে হলদিয়া থেকে শুরু করে গঙ্গার উপর এরকম পাঁচটি বন্দর তৈরি হচ্ছে মোট ৫৩৭০ কোটি টাকা খরচ করে। যার অর্ধেকটা দিচ্ছে বিশ্বব্যাংক। শুধুমাত্র বন্দর নয়, এগুলোকে বলা হচ্ছে মাল্টিমডেল টার্মিনাল। প্রতিটি বন্দরের সঙ্গে কাছাকাছি… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1