ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার মারা গেছেন

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার রবিবার শেষ রাতে মারা গিয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।

কর্ণাটকের বেঙ্গালুরু লোকসভা কেন্দ্র থেকে বিজেপি’র হয়ে পাঁচবার জয়ী হন অনন্ত কুমার। অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার কনিষ্ঠতম মন্ত্রী হিসেবে প্রশাসনিক জীবন শুরু করে নরেন্দ্র মোদীর মন্ত্রীসভাতেও দু’দুটি দফতরের দায়িত্ব সামলেছেন তিনি। সংসদ বিষয়ক মন্ত্রক এবং রাসায়নিক ও সার। দ্বিতীয় দফতরের ভার নিয়েই তিনি ইউরিয়ার ওপরে নিমের প্রলেপ দিয়ে এমন একটি সুলভ… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1