নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

কাল শুক্রবার ভারতের সংসদ ভবনে শক্তি পরীক্ষায় বিরোধী দলগুলি নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব এনেছে তা নিয়ে বিতর্কের পর ভোট হবে।দীর্ঘ পনেরো বছর পর লোকসভায় আবার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে ভোট এবং আবারও অনাস্থা বিজেপি সরকারের বিরুদ্ধেই। সেবার, ২০০৩ সালে প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, এবার নরেন্দ্র মোদী। সেবার অনাস্থা প্রস্তাব ভোটে টেঁকেনি, এবারও টেঁকার আশা কম। কারণ, ৫৩৫ আসনের লোকসভায় গরিষ্ঠতা প্রমাণের জন্য দরকার ২৬৮টি ভোট, সেখানে একা বিজেপিরই আসন… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1