ইসরাইল বিরোধীতায় পক্ষপাতিত্বের অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিষদ পরিত্যাগ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা জানাচ্ছেন যুক্তরাষ্ট্র , জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করেছে।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেইলি , ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন যে , তাঁর কথায় , দীর্ঘ দিন ধরে মানবাধিকার পরিষদটি , মানবাধিকার লংঘনকারিদের রক্ষক হয়ে রয়েছে এবং এক পেশে রাজনৈতিক মনোভাবের নর্দমায় পরিণত হয়েছে।  তিনি বলেন মানবাধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির মানে এই নয় যে আমরা একটি ভন্ড এবং আত্মতুষ্ট… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1