যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা বিচ্ছিন্ন হওয়া নিয়ে পাকিস্তানের আনুষ্ঠানিক কোন বার্তা পাইনি: ইসলামাবাদে যুক্তরাষ্ট্র দূতাবাস মূখপাত্র

পাকিস্তান যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক বা গোয়েন্দা সংশ্লিষ্ট পারস্পরিক সহযোগিতা ছিন্ন করার কথা বলেছে, ইসলামাবাদে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস তার যাথার্থ অস্বীকার করেছে। দূতাবাসের মূখপাত্র রিচার্ড স্নেলসায়ার বলেছেন, এই সহযোগীতা বিচ্ছিন্ন হওয়া নিয়ে আনুষ্ঠানিক কোন বার্তা আমরা পাইনি।

এর আগে, আজ মঙ্গলবারে ইসলামাবাদে অবস্থিত সরকারী উদ্যোগে পরিচালিত Institute for Strategic Studies-এ দেওয়া ভাষনে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খুররম দাস্তগীর খান বলেন, গোয়েন্দা সহযোগীতা ও প্রতিরক্ষা সহযোগীতার… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1