প্রেসিডেন্ট ট্রাম্পের সবশেষ ভ্রমন নিষেধাজ্ঞার পক্ষে রায় দিয়েছে সুপ্রীম কোর্ট

যুক্তরাষ্ট্রের সুপ্রীম কোর্ট গতকাল সোমবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সর্ব সাম্প্রতিক ভ্রমন নিষেধাজ্ঞা বলবত রাখার পক্ষেই রায়ে সিদ্ধান্ত নিয়েছে। এই পর্যায়ে এটা ট্রাম্পের বিজয় সূচিত করলেও, বিষয়টির আইনী লড়াই কিন্তু নিম্নতর আদালতের এজলাশগুলোয় অব্যাহতই রইলো।

সুপ্রীম কোর্টের সাত বিচারপতি প্রশাসনের পক্ষে রায় দিয়েছেন। বিপক্ষে রায় পড়েছে দু’ই বিচারপতি রুথ বেডার গিন্সবার্গ এবং সোনিয়া সোটোমাইয়োরের। এঁরা দু’জনই আংশিক থিতাবস্থার রায়ে নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে বলেছেন।

এই নিষেধাজ্ঞার আওতায় প্রধানত:… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1