সময়োপযোগী হতে পারেনি অং সান সুচির ভাষণ: মন্তব্য পর্যবেক্ষকদের

বেশ ক’সপ্তাহ যাবত মাথা চাড়া দেওয়া রোহিঙ্গা সংকট নিয়ে অং সান সুচির দেশব্যাপি টেলিভিশনে প্রচারিত প্রথম ভাষণ অনেকেই ভেবেছিলেন হয়তো নতুন কোন দিক নির্দেশনা দেবে বা সম্ভবত: বাক চাতুরীর ঐশ্বর্য অন্তত: সংঘাত প্রশমনের উদ্যোগে প্রনোদনা জোগাবে।

কিন্তু পর্যবেক্ষকদের অনেকেই এখন বলছেন, তাঁর ঐ তিরিশ মিনিটের মঙ্গলবারের ভাষণ সময়োপযোগী হতে পারেনি। পক্ষান্তরে দেশটির সামরিক বিভাগের বিরুদ্ধে উত্থাপিত আরো মারাত্মক সব অভিযোগগুলোকেই হয়তো ধামা চাপা দেওয়া হয়েছে।

ইয়াঙ্গুন ভিত্তিক গবেষনা সংস্থা তাম্পাদিপা… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1