বাংলাদেশে শরণার্থী পরিস্থিতি

সোমবার রাত থেকে তুমুল বৃষ্টির কারণে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প, অস্থায়ী বাসস্থান ও খোলা আকাশের নিচে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছেন। ক্যাম্পসহ তাদের অধিকাংশ আশ্রয়স্থলে এখন হাটু পানি। এতে নারী ও শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে প্রায় এক লাখ শিশু এখন নিউমোনিয়া, জ্বর, ডায়রিয়াসহ নানা শারীরিক সমস্যায় ভুগছে বলে মানবিক সহায়তাকারীরা জানিয়েছেন। বৃষ্টির কারণে ত্রাণ এবং জীবনরক্ষাকারী দ্রব্যাদি বিতরণও মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। এদিকে, আন্তর্জাতিক… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1