ম্যানচেস্টারের বিস্ফোরণ ঘটনায়, কমসে কম ২২ ব্যক্তির মৃত্য- ইসলামিক স্টেইটের দায়দায়িত্ব দাবি

সোমবার রাতে বিলেতে, ম্যানচেস্টার শহরের কনসার্ট হলের বাইরে যে বিস্ফোরণ ঘটে, ইসলামিক স্টেইট তার দায় দায়িত্ব দাবি করেছে-বৃটিশ পুলিশ বলছে- কমসে কম ২২ ব্যক্তির মৃত্যু হয়েছে ওতে।

ঘটনা ঘটে ২১ হাজার আসন বিশিষ্ট ম্যানচেস্টার এরিনার বহিরাঙ্গন চত্বরে- এ্যামেরিকান পপ তারকা আরিয়ানা গ্রান্ডের সঙ্গীতানুষ্ঠানের শেষে।

পরে এক টুইটবার্তায় গ্রান্ডে লিখেছেন- ‘আমি ভেঙ্গে পড়েছি একেবারে, অন্তরের অন্ত:স্থল থেকে বলছি আমি, আমি মর্মাহত খুবই- প্রকাশের ভাষা নেই আমার’।

প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রেসিডেন্ট ডনাল্ড… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1