দালাই লামার অরুণাচল প্রদেশ সফরে চীনের অসন্তোষ

দীর্ঘ দিন ধরে ভারতে স্বেচ্ছা-নির্বাসিত তিব্বতী ধর্মগুরু দালাই লামার চলতি অরুণাচল প্রদেশ সফর নিয়ে চিন অসন্তোষ প্রকাশ করল। বেজিং-এ ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে লিখিত ভাবে এ কথা জানায় চিন। অভিযোগ, ধর্মগুরুকে নিজেদের রাজনৈতিক কাজে ব্যবহার করছে ভারত। স্বয়ং দালাই লামা এ অভিযোগ উড়িয়ে দেন। ভারতীয় বিদেশ মন্ত্রকও বলেছে, এ নেহাতই ধর্মীয় সফর। চিন অরুণাচলকে নিজেদের ভূখণ্ড বলেই দাবি করে। কাজেই এই সফর নিয়ে চিনের উষ্মা প্রত্যাশিতই ছিল। আবার, চিনের সঙ্গে সম্পর্ক বিষিয়ে ফেলাও ভারতের লক্ষ্য নয়। দালাই লামা বলেন,… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1