স্কটল্যান্ড নিয়ে নতুন সঙ্কটে বৃটেন

ব্রেক্সিট পরবর্তী রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বৃটেন যখন টালমাটাল , তখন স্কটল্যান্ড বৃটিশ সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা বলেছে, বৃটেন ইউরোপীয় ইউনিয়ন ছাড়লেও তারা ছাড়বে না।

স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন সবাইকে হতবাক করে দিয়ে শুক্রবার জানিয়েছেন, তার সিদ্ধান্ত পাক্কা। ব্রেক্সিট গণভোটে তার দেশের জনগণ ইইউ’তে থাকার পক্ষে মত দিয়েছে। তাদের মতামত উপেক্ষা করে কোন সিদ্ধান্ত নেয়া যায় না।

বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে গত সপ্তাহে বলেছিলেন, আর দেরি নয়, আগামী বছরের… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1