সম্প্রসারিত পানামা খালের উদ্বোধন হয়েছে

রবিবার সম্প্রসারিত পানামা খালের উদ্বোধন হলো। এই খাল দিয়ে এখন বিশাল বড় মালবাহী জাহাজগুলো পার হবে। ৯ বছর ধরে চলা ৫৪০ কোটি ডলারের সম্প্রসারণ কার্যক্রমের ফলে খালটিতে জাহাজ চলাচলের ক্ষমতা দ্বিগুণ হয়েছে। বৈশ্বিক বানিজ্য পথের উপর এর ব্যাপক প্রভাব পড়বে।

পানামার প্রেসিডেন্ট হুয়ান কারলস ভ্যারেলা নতুন রূপে প্রশস্ত খালটি উন্মোচন করেন। পানামার ৭৭ কিলোমিটার যোজকে কয়েকটি জল-কপাটের মধ্য দিয়ে বিশাল জাহাজ কসকো শিপিং পানামা চলতে শুরু করে। ৩০ হাজার মানুষ সমবেত হন তা দেখার জন্য। ভ্যারেলা তাদের বলেন এই পথ… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1