ইয়েমেনে সেনা নিয়োগ কেন্দ্রের বাইরে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস

সোমবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলের শহর এডেনে, সেনা বাহিনীর একটি সেনা নিয়োগ কেন্দ্রের বাইরে জোড়া বোমা বিস্ফোরিত হয় এবং তাতে ৪৫ জন নিহত হয় আর আহত হয় অন্যান্য বহু লোক। ইসলামিক স্টেট সন্ত্রাসীরা ওই হামলার দায় স্বীকার করে। হতাহতদের অধিকাংশই ছিল নতুন নিয়োগ প্রাপ্ত সেনা।

অনলাইনে এক বিবৃতিতে আইএস বলেছে তাদের চরমপন্থীদের একজন, বিস্ফোরক ভর্তী একটি বেল্ট পরে সেনা নিয়োগ কেন্দ্রের বাইরে অপেক্ষা করছিলো। ওই চরমপন্থীর লক্ষ্যবস্তু ছিল “স্বপক্ষত্যাগী সেনারা।”

ওই হামলার পর পরই কাছাকাছি বদর সেনা ঘাঁটীর বাইরে… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1