ঢাকায় ইটালির নাগরিক হত্যায় ই.ইউর দুঃখ ও উদ্বেগ প্রকাশ

ইউরোপীয় ইউনিয়ন ইটালীয় নাগরিক এবং নেদারল্যান্ডসের একটি স্বেচ্ছাসেবী সংস্থায় কর্মরত তেভেলা সিজারের হত্যাকান্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করে অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছে। ব্রাসেলস থেকে ২৮টি ইউরোপীয় দেশের ওই সংস্থাটি এক বিবৃতিতে ওই আহবান জানায়। ঢাকায় ইটালীয় দূতাবাস লাল হরফে লেখা এক সতর্ক বার্তা জারি করেছে তার নাগরিকদের জন্য, যাতে চলাফেরার ক্ষেত্রে সীমিত অবস্থা আরোপের তাগিদ দেয়া হয়েছে। ইটালীয় রাষ্ট্রদূত বুধবার ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1