বাংলাদেশে শিশুদের অগ্রগতি ব্যাহত হচ্ছে : ইউনিসেফ

ইউনিসেফ, বাংলাদেশ সরকারের পরিসংখ্যান ব্যুরো এবং উন্নয়ন গবেষণা সংস্থা বিআইডিএস-এর যৌথ গবেষণায় বলা হয়েছে, বাল্যবিবাহ, শিশু শ্রম ও বিদ্যালয় বহির্ভূত শিশু এবং এর মধ্যে বিরাজমান বৈষম্যের কারণে বাংলাদেশের শিশুদের অগ্রগতি ব্যাহত হচ্ছে।

গবেষণায় বলা হয়, শিশু শ্রমে নিয়োজিতরা সাধারণত কৃষি, শিল্প ও সেবা খাতে কাজ করে থাকে। শ্রমে নিযুক্ত ১০ থেকে ১৪ বছরের ১০ লাখ শিশুর বেশির ভাগ কৃষি খাতে এবং আরেকটি বড় অংশ সেবা খাতে কর্মরত। গবেষণায় বলা হয়, বাল্যবিবাহ বেড়েই চলেছে। বর্তমানে ২০ থেকে ২৪ বছর বয়সী মহিলাদের… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1