পশ্চিম বঙ্গে রাজনৈতিক খুনোখুনিতে গত ছয় মাসে মৃত্যু হয়েছে ৪৯১ জনের

 

আপাত ভাবে গত প্রায় চার দশক ধরে পশ্চিমবঙ্গে রাজনৈতিক স্থিতি রয়েছে। ১৯৭৭ সাল থেকে ৩৪ বছর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্য শাসন করেছিল বামফ্রন্ট সরকার। আবার, ২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকারও ক্ষমতায় এসেছে বিপুল ভোটে জয়ী হয়ে। তা সত্বেও রাজ্যে রাজনৈতিক খুনোখুনি গত ছয় মাসে মৃত্যু হয়েছে ৪৯১ জনের। বিস্ময় এই সংখ্যাটি নিয়েই।

তৃণমূলকে চ্যালেঞ্জ জানানোর মত কোনও রাজনৈতিক শক্তি এখন রাজ্যে নেই। বিজেপি আশা জাগালেও তেমন জন সমর্থন দেখতে পায়নি কোনও নির্বাচনেই। বামপন্থীরা ২০১১-র পরাজয়ের পর থেকে যেন… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1