রোববারের গণভোটের রায় ইউরোপীয় ইউনিয়নের শর্তের পক্ষে গেলে পদত্যাগ করবো : গ্রীক অর্থমন্ত্রী

গ্রীক অর্থমন্ত্রী Yanis Varoufakis বলছেন ইউরোপীয় ঋণদাতাদের দাবি অনুযায়ী অর্থনৈতিক সংকট থেকে গ্রীসের উদ্ধার পরিকল্পনার শর্তগুলো যদি রোববারের গণভোটে অনুমোদিত হয় , তা হলে তিনি পদত্যাগ করবেন।

ব্লুমার্গের সঙ্গে আজ এক টেলিভিশন সাক্ষাৎকারে Varoufakis বলেন যে রোববারে  গ্রীস যদি ইউরোপীয় ইউনিযনের ঋণদাতাদের উদ্ধার প্রস্তাব মেনে নেয় তা হলে তিনি পর দিন থেকে আর সে দেশের অর্থমন্ত্রী থাকবেন না। Varoufakis বলেন তিনি আশা করছেন গ্রীস এই উদ্ধার প্রস্তাব নাকচ করে দেবে । এই প্রস্তাবে আরও সাহায্যের বিনিময়ে… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1