যুক্তরাষ্ট্র সেনেট, টেলিফোন নজরদারী কার্যক্রমের মেয়াদ শেষ হতে দিয়েছে

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা NSA,  টেলিফোন তথ্য সংগ্রহের তাদের বৈধ কর্তৃত্ব হারিয়েছে যখন সেনেট রবিবার ওই কর্তৃত্বের মেয়াদ সম্প্রসারণ করতে একমত হতে ব্যর্থ হয়। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী আক্রমণের পর বেশ কয়েকটি আইন বলবৎ করা হয় এবং এটি তারই অন্তর্ভুক্ত।

এক সময়ের গোপন ওই কার্যক্রমের মাধ্যমে ফোন নম্বর, তারিখ এবং কতক্ষন কথা হয় সেই তথ্য সংগ্রহ করা হতো। এর লক্ষ্য ছিল সন্দেহভাজন সন্ত্রাসীদের তৎপরতা দমন করা। কিন্তু অনেক আমেরিকান এর সমালোচনা করেন এই বলে যে তা… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1