ইসলামিক স্টেটের জঙ্গিরা আবারও ইরাকের সরকারী বাহিনীর ওপর আঘাত হেনেছে।

আজ শনিবার ইরাক এবং জর্দানের সীমান্তে স্বঘোষিত ইসলামিক স্টেট এর জঙ্গিরা আক্রমণ চালিয়ে তিনটি আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায় । এর ফলে ইরাকী নিরাপত্তা বাহিনীর অন্তত চার জন সদস্য নিহত হয়। ঐ বিস্ফোরণে আরো কমপক্ষে দশ জন আহত হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে কথিত ইসলামিক স্টেট গো্ষ্ঠি।

যেখানে এই হামলা চালানো হয়েছে সেই ত্রেবিল সীমান্ত এলাকাটি হচ্ছে দুটি দেশের মধ্যে সরকারী ভাবে সীমান্ত পারাপারের একমাত্র অঞ্চল।

গতবছর এই  জঙ্গিরা পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশসহ ইরাকের একটি বড় এলাকা দখল করে… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1