দেশান্তরণের সময় নৌকাডুবিতে ৫শ জনের মৃত্যু

সোমবার আন্তর্জাতিক দেশান্তরণ সংস্থা বা ইন্টার ন্যাশনাল অর্গানিজেশন ফর মাইগ্রেশন বলেছে, তাঁরা আশঙ্কা করছেন অন্তত ৫০০ মানুষ দেশান্তরণের সময় ডুবে মারা গেছে। মানব পাচারকারী দল, মালটার সমুদ্র উপকুলবর্তী এলাকায় তাদের নৌকো ডুবিয়ে দেয়।

এই ঘটনাকে সংস্থাটি বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক জাহাজ দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছে। ইউরোপে একটি ভাল জীবনের প্রত্যাশায় সিরিয়া, ফিলিস্তিন, মিশর ও সুদানের নাগরিকরা ঐ জাহাজে চড়ে পাড়ি দিচ্ছিল।

সংস্থাটির এক মুখপাত্র সোমবার বলেছেন, এই যাত্রীরা মিশরের দামিয়েটা… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1