গাজার সংকটময় পরিস্থিতির জন্য ইস্রায়েল এবং হামাসের জংগীরা দায়ী ঃ বান কি মুন

জাতিসংঘের মহা সচিব বান কি মুন বলেন, যুদ্ধ বিদ্ধস্ত গাজার সংকটময় পরিস্থিতির জন্য ইসরায়েল এবং হামাসের জংগীরা দায়ী।

সোমবার জাতিসংঘের প্রধান বিশ্ব নেতাদের সংগে একযোগে অতিসত্তর যুদ্ধ বিরোতীর আহ্বান জানান। তিনি উভয় পক্ষকে দ্বায়িত্বহীন আচরণ করার জন্য অভিযোগ করেন।  তিনি বলেন, “যে পন্থায় তা্রা লড়াই করছে তা নৈতিক ভাবে ভুল।”  তিনি বললেন, “মানবতার খাতিরে সহিংতা অবশ্যই বন্ধ করা উচিত।”

কিন্তু ইস্রায়েলী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, তাতক্ষনিক অস্ত্র বিরতী গ্রহণ যোগ্য নয়। তিনি… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1