পিতজা ভালো থাকবে তিন বছর পর্যন্ত

যুক্তরাষ্ট্রের সেনাসদস্যরা ছড়িয়ে আছেন পৃথিবীর নানা প্রান্তে। অনেকক্ষেত্রেই তাদের সমস্যা সুস্বাদু খাবারের অভাব। এপির একটি প্রতিবেদনে দেখা গেছে, বিজ্ঞানীরা সেই সমস্যা সমাধানের চেষ্টা করছেন। বিস্তারিত শুনুন শতরূপা বড়ুয়ার কাছে।

যুদ্ধের ময়দানে, সেনাদের খাবার দাবারের সমস্যা একটা বড় সমস্যা। যুদ্ধক্ষেত্রের যে জায়গাগুলোতে কোন রন্ধনশালা স্থাপনের সু্যোগ নেই সেখানে, ১৯৮১ সাল থেকে, ক্যান বা টিনজাত খাবার দিয়ে কাজ চালানো হচ্ছে। অবশ্য দীর্ঘদিন ধরে, সেনারা ভিন্ন ধরনের খাবার দাবী করে আসছিল।

এবার, বোধহয়,… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1