সিরিয়ায় সরকারি বাহিনীর আক্রমনে ৪ জন নিহত

বৃহস্পতিবার সিরিয়ান বাহিনী হাঔলায় গোলা বর্ষণ করে। সেখানে গত সপ্তাহে শতাধিক মানুষ হত্যাযজ্ঞের শিকার হয়। ওদিকে সিরিয়ান এক বিদ্রোহী কম্যান্ডার বলেছেন তার বাহিনী শুক্রবারের মধ্যে অস্ত্রবিরতি পরিত্যাগ করবে যদি সরকার তাদের আক্রমন বন্ধ না করে।

সিরিয়ার মানবাধিকার কর্মীরা বলেছেন হাঔলা থেকে বাসিন্দারা যখন পালিয়ে যাচ্ছিলো তখন সরকারি বাহিনী গোলানর্ষণ করে ও মেশিন গান চালায়। বাসিন্দারা আশংকা করছিলো যে যে হত্যাযজ্ঞে ১০০ বেশি অসামরিক ব্যাক্তি নিহত হয় তার পুনরাবৃত্তি হবে। ওই আক্রমনে আন্তর্জাতিক সমাজ ক্ষোভ প্রকাশ করে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টান ডেনমার্কে বলেছেন সহিংসতা বন্ধ না করলে তা আঞ্চলিক প্রতিনিধিত্বমূলক যুদ্ধে পরিনত হবে। তিনি বলেন “সিরিয়ায় ইরানী বাহিনী আছে। তাদের সামরিক বাহিনী সিরিয়ার সমরিক বাহিনীকে প্রশিক্ষন দিচ্ছে। তাদের কথিত কুদস্ বাহিনী সামরিক বাহিনীর এক শাখা। এবং তারা মিলিশিয়া সংগঠনে সাহায্য করছে”।

দামেস্ক ভিত্তিক জাতিসংঘের মুখপাত্রী সসান ঘোষে ভয়েস অফ আমেরিকাকে বলেন যে হোমস শহরভিত্তিক জাতিসংঘের পর্যবেক্ষকরা পুনর আক্রমনের খবর যাচাই করার জন্য হাঔলা যাচ্ছেন।

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1