মালির বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা উত্তরাঞ্চলের গুরুত্বপুর্ণ গাও শহরে প্রবেশ করেছে

প্রত্যক্ষদর্শীরা ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে মালির বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা উত্তরাঞ্চলের গুরুত্বপুর্ণ গাও শহরে প্রবেশ করেছে। একদিন আগে বিদ্রোহীরা প্রাদেশিক রাজধানী কিদালের নিয়ন্ত্রন নেয়।

 

ঘটনাস্থলে ভয়েস অফ আমেরিকার এক সাংবাদিক বলেছেন তুরাগ বিদ্রোহীরা গাড়িতে গাও শহরে যে প্রবেশ করেছে, প্রত্যক্ষদর্শীরা তার বিবরন দিয়েছে। তারা বলেছে বিদ্রোহীরা আজাওয়াদ পতাকা বহন করছিলো, যা তাদের পরিকল্পিত মাতৃভূমির পতাকা হবে। প্রচন্ড গোলাগুলির শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা বলেছে সেনারা জবাবে হেলিকপ্টারের সাহায্যে আক্রমন চালাচ্ছে।

 

তুরাগ বিদ্রোহীরা জানুয়ারি মাসের মঝামাঝি থেকে তাদের বিদ্রোহ শুরু করে। অভ্যুথ্থানের নেতা আমাডু সোনোগোর বলেছেন তিনি এখন মিলির রাষ্ট্রপ্রধান।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1