মিট রমনি , তাঁর নিকটতম প্রতিদ্বন্দী নিউইট গিংগ্রীচের চেয়ে ১৪ শতাংশ মাত্রায় এগিয়ে রয়েছেন

যুক্তরাষ্ট্রের দক্ষিনপূর্বাঞ্চলবর্তী রাজ্য ফ্লরিডার রেপাবলিকান দলিয়রা আজ মঙ্গলবার ভোট দিচ্ছেন – যে ভোট পর্বকে , প্রেসিডেন্ট পদপ্রার্থীর মনোনয়ন প্রাপ্তির জন্যে অতীব গুরুত্বপূর্ন বলে বিবেচিত হ’চ্ছে । কিনিপিয়াক য়ুনিভার্সিটী পোলিং ইনস্টিটিউটের সাম্প্রতিক এক সমিক্ষায় দেখা যাচ্ছে –ভোট যাঁরা দিতে যাবেন বলে মনে করা হচ্ছে , তাঁদের সম্ভাব্য সংখ্যার নিরিখে দেখা যাচ্ছে – কোটিপতি বিনিয়োগকারী ও উত্তরপূর্বাঞ্চলবর্তী ম্যাসাচুসেটস রাজ্যের সাবেক গভর্ণর মিট রমনি , তাঁর নিকটতম প্রতিদ্বন্দী কংগ্রেস প্রতিনিধি পরিষদের প্রাক্তন স্পীকার নিউইট গিংগ্রীচের চেয়ে ১৪ শতাংশ মাত্রায় এগিয়ে রয়েছেন । আজ মঙ্গলবারের এ প্রাইমারী ভোটে ফ্লোরিডার কয়েক লক্ষ ভোটার ইতিমধ্যেই ভোট দিয়েছেন এবং এসব ভোটের অনেকাংশই পড়েছে মিট রমনির পক্ষে । এরাজ্যে দু’ই প্রধান  প্রতিদ্বন্দীই জোরদার প্রচারনা চালিয়েছেন এবং এ রাজ্যের প্রাইমারী ভোটে যিনিই জয়ি হবেন , রেপাবলিকান দলের মনোনয়ন জয় করে তিনিই সম্ভবত: ডেমোক্র্যাট দলিয় গদ্দীনশিন প্রার্থী বারাক ওবামার সঙ্গে মুখোমুখি প্রতিদ্বন্দীয় অবতীর্ণ হবেন । ফ্লরিডার রেপাবলিকান দলিয় প্রাইমারী ভোটের প্রতিদ্বন্দীতায় অপর যে দু’ই প্রার্থী রয়েছেন তাঁরা হলেন কংগ্রেসের সেনেট সভার সাবেক বিধায়ক রিক স্যানটোরাম এবং ট্যাক্সাস থেকে প্রতিনিধি পরিষদে নির্বাচীত সাবেক বিধায়ক রন পল । এঁরা দু’জনই ফ্লোরিডার ভোট পর্বে অনেক পিছনে রয়েছেন বলে মনে হচ্ছে । যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে নভেম্বরে ।

[Read More]

—–
Source: VOA News: United States


 

Comments are closed. Please check back later.

 
 
 
1