সিরিয়ায় শত শত বন্দী মুক্তি , নতুন গোলযোগে ৭ জনের মৃত্যু

সিরিয়া ৯০০ ‘র ও বেশি বন্দী মুক্তির কথা ঘোষণা করেছে তবে সক্রিয় কর্মিরা বলছেন যে নতুন করে দারা প্রদেশে সংঘর্ষ হয়েছে।

সরকার বলেছে যে  তাদের মতে যারা এই সর্বসাম্প্রতিক সরকার বিরোধী  আন্দোলনের সময়ে হত্যাকান্ডের ব্যাপারে অভিযুক্ত  নয় এমন  ৯১২ জনকে তারা মুক্তি দিয়েছে।

সরকার পরিচালিত সংবাদ সংস্থা সানা বলছে যে এ মাসের গোড়ার দিকে ১৭০০ ‘র বেশি বন্দীকে মুক্তি দেওয়া হয়।

এ দিকে সিরিয়ার Syrian Observatory for Human Rights বলছে সাজোয়া গাড়িতে করে সিরিয়ার সৈন্যরা দারায় একটি গ্রামে প্রবেশ করেছে। ফরাসি বার্তা সংস্থা বলছে যে ঐ সৈন্যরা সেনাবাহিনী থেকে পালিয়ে গেছে বলে সন্দেহ করা হয় , এমন লোকজনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

ভ্ন্নি মতাবলম্বীদের ওপর  আক্রমণ চালানোর জন্যে সিরিয়া ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতোগলু বুধবার  এক সংবাদ সম্মেলনে এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেন। এই সব  পদক্ষেপের মধ্যে আছে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা , ঐ দেশে অস্ত্র চালান দেয়ার  ওপর নিষেধাজ্ঞা আরোপ করা এবং দুিট প্রতিবেশির মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি স্থগিত করা।

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1