আফগানিস্তানে আক্রমণে ৩ জন জাতিসংঘ কর্মীসহ ৫ জন নিহত

জাতিসংঘ শরনার্থী সংস্থা বলছে – আফগানিস্তানের দক্ষিণের  শহর কান্দাহারে সোমবার আত্মঘাতী বোমার আঘাতে যে পাঁচ ব্যক্তি নিহত হয়েছে তার ভেতরে তাদের তিনজন কর্মচারিও  ছিলো ।

জাতিসংঘ মহাসচিবব বান কি মুন বলেন – নিহতদের মধ্যে তিন জন হলেন জাতিসংঘ শরনার্থী সংস্থা UNCHR –এর নিরাপত্তা প্রহরী এবং বাকি দু‘জন দুই নিরাপত্তা কনট্র্যাক্টর । সোমবারের হামলায় আহত হ’য়েছেন  দু’ই প্রহরী ।যারা হতাহত হয়েছেন তারা কোন দেশের নাগরিক সেটা জানা যায়নি।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে যে  আত্মঘাতী এক হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে হামলা চালায়  UNCHR এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক ত্রান ও উন্নয়ন সংস্থার ব্যবহৃত ভবনের কাছাকাছি । তার পর পরই তিনজন বন্দুকধারী ঐ এলাকায় এসে একটি পশু চিকিৎসাকেন্দ্র দখল করে নেয়। নিরাপত্তা বাহিনী এবং বন্দুকধারীদের মধ্যে ছ ঘন্টা লড়াই চলার পর আক্রমণকারীরা নিহত হয়।

তালেবান  এ হামলার দায় স্বীকার রকরে এবং বলেছে যে জাতিসংঘের একটি সংস্থাই ছিলো এ হামলার লক্ষ্য।

[Read More]

—–
Source: VOA News: United States


 

Comments are closed. Please check back later.

 
 
 
1