ঘরবাড়ির ওপর নেটো বিমান হামলা আর চলতে দেওয়া যাবে না - হামিদ কারজাই

আফগানিস্তানের প্রেসিডেণ্ট হামিদ কারজাই হুশিয়ারি দিয়ে বলেছেন – নেটো জোট বাহিনীর কারণে অসামরিক মানুষজনের প্রাণ বিনাশ যদি চলতে থাকে তাহলে নেটো বাহিনী দখলদারি বাহিনী রুপে প্রতিভাত হতে পারে, মিত্র বাহিনী নয় । কারযাই কাবুলে সাংবাদিকদের জানান – ঘরবাড়ির ওপর বিমান হামলা আর চলতে দেওয়া যাবে না এবং এরকমের তত্পরতা বন্ধ না হলে আফগান সরকার পদক্ষেপ নিতে বাধ্য হবে । তবে ঠিক কি ধরনের পদক্ষেপ তা তিনি বলেন নি ।

নেটো শনিবারের যে বিমান হামলায় হেলমান্ড প্রদেশে নয়জন অসামরিক ব্যক্তির প্রাণবিনাশ হয়েছে তার জন্যে ক্ষমা চেয়েছে । তবে নেটোর মুখপাত্র লে: কর্নেল রেজিনা উইনচেস্টার বলেছেন ঐ ধরণের ঘটনায় বিশেষ করে অসামরিক জনগণ অধ্যুষিত এলাকায়  হতাহতের সংখ্যা ন্যুনতম মাত্রায় ধরে রাখার জন্যে নেটো নির্ধারিত প্রক্রিয়ায় যথাযথ ব্যবস্থা নিয়ে থাকে ।

আফগান কতৃপক্ষ বলছে ঐ হামলায় দুটি বাড়ির ওপর আঘাত হানা হয় এবং এতে ১৪ জন নিহত হয়েছে । নিহতদের বেশিরভাগই ছোটো ছেলেমেয়ে ।

[Read More]

—–
Source: VOA News: Education


 

Comments are closed. Please check back later.

 
 
 
1