পচা ডালের দুর্গন্ধ ও মাছি, জীবন দুর্বিষহ ১৫ হাজার মানুষের

দুর্গন্ধ আর ঝাঁকে ঝাঁকে মাছি দুর্বিষহ করে তুলেছে চট্টগ্রামের কর্ণফুলী নদীপারের প্রায় ১৫ হাজার মানুষের জীবন। চর পাথরঘাটা ও আশপাশের এলাকায় বাতাসে এই দুর্গন্ধ আর মাছির কারণ নদীর পারে মাঠে রাখা ৩০০ টন পচা মটর ডাল।
মাঠ থেকে মাছি ছড়িয়ে পড়ছে আশপাশের বাড়ি ও দোকানপাটে। মাছি তাড়াতে ঘর-দোকানে শীতেও দিনে-রাতে চালানো হচ্ছে বৈদ্যুতিক পাখা। ছিটানো হচ্ছে ওষুধ। ভুক্তভোগী মানুষ এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে অভিযোগও করেছে।
কর্ণফুলী থানার চর পাথরঘাটায় নদীর তীরঘেঁষা মাঠে গিয়ে দেখা যায় মটর ডালভর্তি বস্তার স্তূপ। কিছু বস্তা ভেজা, কিছু বস্তা খোলা। এসব…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1