জ্বালানিসংকট সারা দেশে

দেশজুড়ে ঘনীভূত জ্বালানিসংকট ক্রমান্বয়ে তীব্রতর হচ্ছে। গ্যাসের স্বল্পতায় বিদ্যুৎ-সার-শিল্প উৎপাদন দারুণভাবে ব্যাহত হচ্ছে। লাইনে চাপ কম থাকায় অনেক এলাকার বাসাবাড়িতে চুলা জ্বলে না। পাইপলাইনে গ্যাসের নতুন সংযোগ দেওয়া সরকার বন্ধ রেখেছে। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসও (এলপিজি) দুষ্প্রাপ্য ও দুর্মূল্য। সিএনজি স্টেশনেও রেশনিং করা হচ্ছে চাহিদার তুলনায় উৎপাদনের স্বল্পতার কারণে।
এই পরিস্থিতিতে দেশের শিল্প-বাণিজ্যসহ অর্থনৈতিক কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তেমনই দৈনন্দিন জীবনযাত্রাও বিপর্যস্ত হয়ে পড়ছে। বিশেষ করে, ঢাকা থেকে শুরু করে জেলা-উপজেলা শহর পর্যন্ত দেশের…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1