বাবরী মসজিদ মামলার রায় সম্পর্কে প্রেসিডেন্সী কলেজের অধ্যাপক সূর্য্য ব্যানার্জী

বৃহষ্পতিবার বাবরী মসজিদের স্থান নিয়ে হিন্দু – মুসলিম বিরোধের নিষ্পত্তি করে ভারতের আদালতে যে রায় ঘোষণা করা হলো, তাকে স্বাগত জানিয়েছে অনেকেই । কেউ কেউ দ্বিমতও পোষণ করেন ।   কলকাতার প্রেসিডেন্সী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সূর্য্য ব্যানার্জী বলেন – ‘এই রায়ে অন্ততঃ দুটো দিক বেরিয়ে এসেছে । আমরা যে ধরণের প্রতিক্রিয়া দুই সমপ্রদায়ের মধ্য থেকে আশংকা করেছিলাম, সেটা কিন্তু দেখতে পাইনি ।  অন্ততঃ একটা বিষয় পরিষ্কার তারা দু-পক্ষই একটা মোটামুটি শমঝোতা করে, মীমাংসা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে । আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে – একটা সুযোগ পাওয়া গেছে যে তারা সুপ্রীম কোর্টে আবার আবেদন করবেন।

 

[Read More]

—–
Source: VOA News: United States


 

Comments are closed. Please check back later.

 
 
 
1