চিলিতে ৮.৮ মাত্রার ভূমিকম্প, নিহত ৩০০

à¦à§‚মিকম্পে বিধ্বস্ত চিলির দক্ষিণাঞ্চলীয় শহর কনসেপশন

ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে। রিখটার স্কেলে এর মাত্র ছিল আট দশমিক আট। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০০ জনে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২০ লাখ লোক। দেশটির প্রেসিডেন্ট মিশেল ব্যাশেল্ট মৃতের এ সংখ্যা স্বীকার করে বলেছেন, এটা আরও অনেক বাড়তে পারে।
এ ভূমিকম্পের পরপরই চিলি, পেরু ও ইকুয়েডরে সুনামির সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র। পরে সতর্কতার আওতায় আনা হয় কলাম্বিয়া, পানামা ও কোস্টারিকাকে। জাপানের আবহাওয়া দপ্তর অবশ্য প্রশান্ত মহাসাগরীয় এলাকাজুড়ে সুনামির সতর্কতা জারি করেছে।
বিবিসি জানায়, বাংলাদেশ সময় গতকাল শনিবার দুপুর ১২টা ৩৪ মিনিটের…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1