৪৮ জন কংগ্রেসম্যান-সেনেটরের কাছে রোহিঙ্গা নির্যাতন বন্ধে পদক্ষেপ নিতে মুসলিম নেতাদের আহবান

যুক্তরাষ্ট্রে বসবাস করা বাংলাদেশী আমেরিকান সহ বিভিন্ন কমিউনিটির মুসলিম নেতারা ক্যাপিটল হিলে রোহিঙ্গা নির্যাতন এবং তা বন্ধ করার জন্য পদক্ষেপ নিতে ৪৮ জন কংগ্রেসম্যান ও সেনেটরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় তাদের সঙ্গে কয়েকজন রোহিঙ্গাও ছিলেন। সেখানে ছিলেন তাওহীদুল ইসলাম।

মুসলিম নেতারা কয়েকটি দলে ভাগ হয়ে ঐসব কংগ্রেসম্যান ও সেনেটরের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তারা কংগ্রেসম্যান ও সেনেটরদের কাছে রোহিঙ্গা নির্যাতনের নানা তথ্য তুলে ধরে বলেন, কেবল আমেরিকারই আছে ঐ গনহত্যা বন্ধ করার… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1