ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে বিতর্কের সুযোগ নেই: ড. কামাল হোসেন

বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ড. কামাল হোসেন মনে করেন,  ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই।

তার মতে, সংবিধানের ১১১, ১১২ অনুচ্ছেদ সর্বোচ্চ আদালতকে সেই ক্ষমতা দিয়েছে, তারা বিচার-বিশ্লেষণ করে যে রায় দেবেন, তাই চূড়ান্ত। তাছাড়া সর্বোচ্চ আদালতের ৭ জন বিচারকই সর্বসম্মতভাবে এই রায় দিয়েছেন। তা নিয়ে বিতর্ক করা সংবিধান লঙ্ঘনের শামিল। ভয়েস অব আমেরিকাকে তিনি বলেন, সংবিধান লঙ্ঘন করার পরিণতি কখনও ভালো হয় না।

  [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1