৬১টি সীমান্ত বাজার নির্মাণে একমত বাংলাদেশ-ভারত

বাংলাদেশ-ভারত সীমান্তে নতুন করে দুটি বর্ডার হাট বা সীমান্ত বাজার নির্মাণ ও চালু করার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন আরও ৬১টি সীমান্ত বাজার নির্মাণের ব্যাপারে দুই দেশ একমত হয়েছে এবং শিগগিরই এর নির্মাণ কাজ যাতে শুরু করা যায় তার প্রক্রিয়া চলছে।

নতুন এই সীমান্ত বাজার নির্মাণের ব্যাপারে উভয় দেশের কর্মকর্তারা ইতোমধ্যে কয়েকদফা আলাপ-আলোচনাও করেছেন। তবে কোথায় কোথায় এবং সঠিক কোন সময়ে এর নির্মাণ কাজ শুরু হবে তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।

বর্তমানে বাংলাদেশ-ভারত সীমান্তে ৪টি স্থানে সীমান্ত… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1