কাবুলে একটি হোটেল কম্পাউন্ডে আত্মঘাতী বোমা হামলায় একজন পুলিশ এবং তিনজন হামলাকারী নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হোটেল কম্পাউন্ডে আত্মঘাতী বোমা হামলায় একজন পুলিশ এবং তিনজন হামলাকারী নিহত হয়েছে। 

কাবুলের পুলিশ প্রধান জেনারেল আবদুল রহমান রাহিমি বলেন, বিস্ফোরক ভর্তি ট্রাক বিস্ফোরিত হলে একজন হামলাকারী কাবুল বিমানবন্দরের পূর্বে অবস্থিত নর্থগেট হোটেলের নিরাপত্তা বেষ্টনীর বাইরে নিহত হয়।

ঐ হোটেলে আমেরিকানসহ বিদেশী কর্মীরা অবস্থান করেন।

পুলিশ বলছে, ঐ বিস্ফোরনের শব্দে সারা কাবুল শহর কেঁপে ওঠে এবং শহরের বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1