উন্নয়ন কাজ ত্বরান্বিত এবং ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্তির দাবি বাংলাদেশের বিলুপ্ত ছিটমহলবাসীর

বাংলাদেশ ও ভারতের মধ্যকার ১৬২টি ছিটমহল হস্তান্তরের এক বছর পুরো হলো সোমবার।

গেল বছরের এই দিনে ৬৮ বছর ধরে ঝুলে থাকা, অনিষ্পন্ন ছিটমহলগুলো বিনিময় হয় দুই দেশের মধ্যে। এতে বাংলাদেশে এসেছে ১১১টি এবং ভারতে গেছে ৫১টি। বাংলাদেশ অংশের ছিটমহলগুলোতে এই দিনটি পালনের জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় রোববার মধ্যরাত থেকেই।

বাংলাদেশের বিলুপ্ত ছিটমহলগুলোতে স্কুল, কলেজ প্রতিষ্ঠা, বিদ্যুৎ সংযোগ প্রাপ্তিসহ নানা উন্নয়ন কাজ ইতোমধ্যে হয়েছে এবং চলছে। স্থানীয় জনগণ উন্নয়ন কাজ ত্বরান্বিত করা এবং ভোটার তালিকায়… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1