আইন সালিশ কেন্দ্রের রিপোর্টে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির এক উদ্বেগজনক চিত্র

প্রভাবশালী মানবাধিকার সংগঠন আইন সালিশ কেন্দ্র বৃহস্পতিবার গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসের মানবাধিকার পরিস্থিতির এক উদ্বেগজনক চিত্র প্রকাশ করেছে এক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ মাসে আইন শৃংখলা রক্ষাবাহিনীর হাতে কথিত ক্রসফায়ারে ৭৯ জন নিহত হয়েছেন-যার মধ্যে গ্রেফতারের পরে নিহত হন à§§à§© জন। আইন শৃংখলা রক্ষাবাহিনীর পরিচয়ে সাদা পোশাকের ব্যক্তিরা উঠিয়ে নিয়ে গেছে ৫০ জনকে-যার মধ্যে ৬ জনের মরদেহ পরে পাওয়া গেছে । প্রতিবেদনে বলা হয়, কারা হেফাজতে মৃত্যু হয়েছে ৪২ জনের। গণপিটুনিতে এই ৬ মাসে নিহত… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1