শনিবার অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্রের মোটমাট পাঁচটি রাজ্যে বাছাই পর্বের প্রাইমারী ও ককাস প্রতিদ্বন্দীতা

গতকাল শনিবার অনুষ্ঠিত হয়ে গেলো যুক্তরাষ্ট্রের মোটমাট পাঁচটি রাজ্যে দু’ হাজার ষোলো সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হতে প্রত্যাশি দলীয় সদস্যদের প্রাথমিক বাছাই পর্বের ভোটের লড়াই প্রাইমারী ও ককাস প্রতিদ্বন্দীতা। রেপাবলিকান দলের তরফে এই ভোট লড়াই হয় চারটি রাজ্যে যার ভেতরে দু’টিতে  লুইযিয়ানা ও কেন্টাকীতে জয়ি হয়েছেন রেপাবলিকান দলের এ যাবৎ সর্বাগ্রগন্য প্রার্থী ডনাল্ড ট্রাম্প আর বাকি দু’টি রাজ্য মেইন ও ক্যানসাসে জয়ি হয়েছেন সেনেটর টেড ক্রুয। সেনেটর মার্কো রুবিও এবং গভর্নর জন কেসীক চারটি… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1