সাউথ ক্যারোলাইনা রাজ্যে হিলারি ক্লিন্টন বিপুল ভোটে জয়লাভ করেছেন

হিলারি ক্লিন্টন খুব সহজে, যুক্তরাষ্ট্রের ডেমোক্রাটিক প্রেসিডেন্ট মনোনয়ন প্রক্রিয়ার প্রতিদ্বন্দ্বিতায়, সাউথ ক্যারোলাইনা রাজ্যে জয়লাভ করেছেন। সুপার টিউসডে নামে আখ্যায়িত, আসন্ন মঙ্গলবার, বেশ কয়েকটি রাজ্যে যে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হবে, তার আগে হিলারি ক্লিন্টন, বার্নি স্যান্ডার্সকে পরাজিত করে অগ্রগন্য প্রার্থী হিসেবে নিজের স্থান করে নিলেন।

ক্লিন্টন তার উৎফুল্ল সমর্থকদের বলেন “আগামীকাল থেকে এই প্রচার অভিযান হবে জাতীয় পর্যায়ে।”

যে ডেমোক্রাটরা গতকাল ভোট দিতে যান তাদের তিন চতুর্থাংশ… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1