দূর্নীতির তদন্তের মধ্যেই মিশর সরকারের পদত্যাগ

মিশরে ব্যাপক দূর্নীতির তদন্ত এবং গণমাধ্যমে তীব্র সমালোচনার মুখে আজ শনিবার মিশরের প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাব এবং তাঁর মন্ত্রী সভা পদত্যাগ করেছেন। মাত্র দিন কয়েক আগেই মিশরের কৃষিমন্ত্রীকে দূর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়।

প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল সিসি , মাহলাবের পদত্যাগ গ্রহণ করে  বিদায়ী পেট্রলিয়াম মন্ত্রী শেরিফ ইসমাইলকে এক সপ্তার মধ্যেই একটি নতুন সরকারের নের্তৃত্ব দানের আহ্বান জানিয়েছেন।

প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে জানানো হয় যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে তাঁর… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1