যুক্তরাষ্ট্র ও ব্রাজিল একত্রে জলবায়ু পরিবর্তন মোকাবিলার সঙ্কল্প ঘোষণা করেছে

বিশ্বের দুটি অন্যতম বড় অর্থনৈতিক শক্তি , যুক্তরাষ্ট্র ও ব্রাজিল  একত্রে জলবায়ু পরিবর্তন মোকাবিলার সঙ্কল্প ঘোষণা করেছে। মঙ্গলবার প্রেসিডেন্ট বারাক ওবামা , ব্রাজিলের প্রেসিডেন্ট ডিলমা রুসেফকে হোয়াইট হাউজে স্বাগত জানান এবং জলবায়ু বিষয়ে এ বছর জাতিসংঘের উদ্যোগে প্যারিস সম্মেলনের আগে তাঁরা কার্বন নিঃসরণ হ্রাসে সম্পর্কে নতুন উদ্যোগ নিয়ে আলাপ আলোচনা করেন।

দুই নেতা ঘোষণা করেন যে ২০৩০ সাল নাগাদ তাদের নিজ নিজ বিদ্যূৎ উৎপাদন ক্ষেত্রে জলশক্তির বাইরেও নবায়নযোগ শক্তি বৃদ্ধি করবে কুড়ি শতাংশ করে। এর… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1