লন্ডন ছেড়ে যাওয়া ৩ কিশোরীর প্রতি বাড়ী ফেরার আহ্বান

লন্ডনের নিখোঁজ তিন স্কুলছাত্রীর পরিবারের লোকজনের বিশ্বাস যে তারা তুরস্কে পাড়ি দিয়ে সিরিয়া উদ্দেশ্যে রওনা হয়েছে।ধারনা করা হচ্ছে যে, ঐ ছাত্রীরা জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে যোগাযোগ দিতে যাচ্ছে।  লন্ডনের নিখোঁজ তিন কিশোরীর আত্মীয় স্বজনেরা তাদের বাড়ি ফিরে আসার আহ্বান জানিয়েছেন ।

পূর্ব লন্ডনের একই স্কুলের তিন বন্ধু মংগলবার উধাও হয়ে যায়। কোন খবর তারা রেখে যায়নি।  বৃটিশ কর্তৃপক্ষ বলছে, ঐ তিন কিশোরী টার্কিশ এয়ারলাইন্সের বিমানে করে ইস্তানবুলে পাড়ি জমিয়েছে।  

শামীমা বেগম ও আমিরা… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1