ইরানের পারমাণবিক প্রসঙ্গ আলোচনা জুলাইয়ের ১ তারিখ পর্যন্ত চলবে

ইরান এবং পশ্চিমা কুটনীতিকবৃন্দ বলছেন, ইরান এবং ৬ বিশ্ব শক্তির মধ্যকার আলোচনার মেয়াদ জুলাইয়ের ১ তারিখ পর্যন্ত প্রলম্বিত করা হবে।

 

তাঁরা ভিয়েনায় নিজেদের আরোপিত সময়সীমার শেষ দিনে এ কথা বলেন। ইরানের পারমাণবিক কর্মসূচী শান্তিপূর্ণ কিনা তা নিশ্চিত করার লক্ষ্যে একটি সামগ্রিক চুক্তিতে পৌঁছোনোর জন্যে তাঁরা এক বছর ধরে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

 

কুটনীতিকবৃন্দ বলেছেন, মার্চের à§§ তারিখের ভেতর তাঁরা চুক্তির একটি রূপরেখা তৈরির জন্যে কাজ করবেন। সেখানে কোন ক্ষেত্রে কতটূকু অগ্রগতি হয়েছে… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1