বুরকিনা ফাসোর প্রেসিডেনশিয়াল গার্ড বাহিনীর একজন সদস্যের নিজেকে নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা

বুরকিনা ফাসোর প্রেসিডেনশিয়াল গার্ড বাহিনীর একজন লিউটেন্যান্ট জেনারেল নিজেকে নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করেছে।  

আজ বেতারে প্রচারিত এবং ইন্টারনেটে প্রকাশিত এক বিবৃতিতে ইয়াকুবা ইসাক জিদা বলেন যে তিনি রাষ্ট্রীয় কার্যক্রম অব্যাহত রাখা নিশ্চিত করার জন্য এই অন্তবর্তী সরকারের প্রধান এবং রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিচ্ছেন।

ফরাসি ভাষায় লিউট্যানেন্ট কর্ণেল জিদা বলেন যে সকল রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সঙ্গে  শান্তিপুর্ণ গণতান্ত্রিক ক্ষমতা বদলের জন্যে সহমত স্থাপনের প্রতীক্ষার এই… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1